লইট্টা মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রটিন। এই মাছকে রদে শুকিয়ে শুটকি করা হয়, তাই এর প্রটিনের পরিমাণ আরও বদ্ধি পায়।
প্রটিন আমাদের দৈহিক গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এর ভিতরে থাকা ক্যালসিয়াম উচ্চ রক্তচাপ কমায়। এবং আরও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য আরও বেশি কার্যকরী।
বাজারে বিক্রয়কৃত শুটকির চেয়ে আমাদের শুটকি অনেক বেশি উজ্জ্বল এবং ওজনেও হালকা।
বাজারের শুটকি গুলো অধিক লাভের আশায় অনেক বেশি পরিমাণে লবণ ব্যবহার করে থাকে। আমাদের শুটকিতে লবণ না থাকায় এর স্বাদের পরিমাণ বেশি থাকে।
আমাদের শুটকির আদ্রতা বাজারের শুটকির তুলনায় অনেক কম 10-15%। বাজারের শুটকিতে চর্বি থাকে 10-15%। আর আমাদের শুটকিতে 5-8%। এর মলূ কারণ আমরা প্রাকৃতিক উপায়ে রোদে শুকিয়ে থাকি ।